শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৪৯ বলে সেঞ্চুরি হাবিবুরের

ক্রীড়া প্রতিবেদক

৪৯ বলে সেঞ্চুরি হাবিবুরের

দুবার জীবন পেয়েছেন। জীবন পেয়েই নতুন করে ব্যাটিং করেছেন উত্তরাঞ্চলের হাবিবুর রহমান। ডানহাতি ওপেনার গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টর্নেডো গতিতে ব্যাটিং করেছেন। গড়েছেন নতুন এক রেকর্ড। মধ্যাঞ্চলের বিপক্ষে তার ৪৯ বলের সেঞ্চুরিটি বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। ৬১ বলে ১১৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা হাবিবুর পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজাকে। আগের দ্রুততম সেঞ্চুরি মাশরাফির, ৫০ বলে। হাবিবুর সেঞ্চুরি করেছেন মাত্র ৪৯ বলে। হাবিবুরের রেকর্ড গড়া সেঞ্চুরিতে উত্তরাঞ্চল ৮ উইকেটে মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে উঠেছে। অথচ চার দলের বিসিএলে দুই ম্যাচ জিতে ফাইনালের পথে পা দিয়েই রেখেছিল মধ্যাঞ্চল। কিন্তু হেরে এখন ছিটকে পড়েছে। ফাইনালে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ হবে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে উত্তরাঞ্চল রান রেটে। বিসিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে মধ্যাঞ্চলের ২০২ রানের টার্গেট ২৪.৪ ওভারে টপকে যায় উত্তরাঞ্চল। বড় ব্যবধানে হেরে মধ্যাঞ্চলের রান রেট (০-৬৯২) এবং জিতে উত্তরাঞ্চলের রান রেট (০.৬৬১)। হাবিবুর ৬১ বলে ১১৭ রানের ইনিংসে ৯টি করে চার ও ছক্কা হাঁকান। লিস্ট-‘এ’র দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিয়ান হাবিবুর হাফসেঞ্চুরি করেন ১৯ বলে। যা বাংলাদেশের লিস্ট-‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ফরহাদ রেজার, ১৮ বলে।

সর্বশেষ খবর