শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন দিনেই ইনিংস ব্যবধানে হারল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর করছে ভারত। কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না। গতকাল সেঞ্চুরিয়নের সবুজ ঘাসের উইকেটে নিজেদের মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন ভারতের বিখ্যাত সব ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররা। দক্ষিণ আফ্রিকান পেসারদের গতি, বাউন্স ও সুইংয়ের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেননি তারা। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ২৪৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৫০ করতে পারেননি। নর্কে বারগার, মার্কো জেনসেন ও কাগিসো রাবাদার বোলিংয়ে ৩৪ ওভারে ১৩১ রানে অলআউট হন। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জিতে নেয় ইনিংস ও ৩২ রানে। দলের ব্যাটিং-ব্যর্থতায় একাই লড়াই করেছেন কোহলি। ৭৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৮২ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার ও একটি ছক্কা। এ ছাড়া শুভমান গিল ২৬ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বারগার ৩৩ রানে ৪টি, জেনসেন ৩৬ রানে ৩টি ও রাবাদা ৩২ রানে ২ উইকেট নেন। স্বাগতিকদের পক্ষে ব্যাটিং করেননি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

সর্বশেষ খবর