শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোহামেডানের সঙ্গে শেখ রাসেলের পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানের সঙ্গে শেখ রাসেলের পয়েন্ট ভাগাভাগি

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে যুগোস্লাভ ট্রেনচোভস্কির দল। লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ জামালকে ২-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল শেখ রাসেল। লিগের নতুন মৌসুমে শুরুটা দারণ করে শেখ রাসেল। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় শেখ জামালকে। তবে মোহামেডানের বিপক্ষে ময়মনসিংহে খেলতে গিয়ে ডিফেন্ডারদের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শেখ রাসেল। নিজেদের অর্ধ থেকে মেহেদি লম্বা পাস দেন। শেখ রাসেলের ডিফেন্ডার আলমাজবেক বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে যান শাহরিয়ার। তিনি কিছুটা এগিয়ে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে পাস দেন সুলেমান দিয়াবাতেকে। মোহামেডানের ফরোয়ার্ড দিয়াবাতে ঠান্ডা মাথায় বল জালে জড়ান। এরপর শেখ রাসেলের ডিফেন্স লাইনে আরও চাপ বাড়ায় মোহামেডান। তবে প্রতিপক্ষের সব আক্রমণই রুখে দেয় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কাক্সিক্ষত গোল পায় তারা। সুমন রেজার চিপ শটে বল পেয়ে তা জালে জড়ান সেলেমানি ল্যান্ড্রি।

গতকাল দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ। মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে ওতাবেকের ১৮ মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। রহমতগঞ্জের বোয়েটাঙ ২৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৬৭ মিনিটে ব্রাদার্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মাহবুবুর রহমান। তবে সামিনের ৮৮ মিনিটের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

আজ এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। ম্যাচটি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাফুফে গতকাল জানায় ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়। নিজেদের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ব্রাদার্সকে ৫-২ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজোনের দল।

সর্বশেষ খবর