শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবারও সেবা করার সুযোগ চান মাশরাফি

মাশরাফি সাকিবের নির্বাচনি প্রচার

সাজ্জাদ হোসেন, নড়াইল

আবারও সেবা করার সুযোগ চান মাশরাফি

নড়াইল-২ আসনে গত পাঁচ বছর সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবারও নির্বাচন করছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি। ৭ জানুয়ারির নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচারে মাশরাফি আবারও সেবা করার সুযোগ দিতে নড়াইলবাসীকে অনুরোধ করছেন, ‘আমাকে আরও একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। তরুণ প্রজন্মকে নিয়ে ভালো থাকতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।’ ৭ জানুয়ারি নির্বাচনে পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে গিয়ে পছন্দসই প্রার্থীকে মূল্যবান ভোট দেওয়ার অনুরোধও করেন মাশরাফি।

নির্বাচনি প্রচারে গতকাল মাশরাফি উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। বেলা পৌনে ১টায় শহরের দুর্গাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সেখানে মাশরাফি বলেন, ‘শ্রমিক তথা মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই। আমিও আপনাদের মতো দিনরাত পরিশ্রম করে এ পর্যায়ে এসেছি। নির্বাচন নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে। কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কা বিজয়ী করতে হবে।’ বক্তব্য শেষে ইমারত নির্মাণ শ্রমিকদের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মাশরাফি। পরে শ্রমিকদের জন্য রান্না করা খাবার নিজ হাতে ডেকচি থেকে তুলে খান।

সভায় বক্তব্য দেন সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছমির মোল্লা, কার্যকরী সাধারণ সম্পাদক আবদুল সাত্তার লিন্টু, সাংগঠনিক সম্পাদক আল হাবীব শেখসহ অনেকে।

 

 

সর্বশেষ খবর