শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্রিকেট খেলে প্রচারে সাকিব

মাশরাফি সাকিবের নির্বাচনি প্রচার

রাশেদ খান, মাগুরা

ক্রিকেট খেলে প্রচারে সাকিব

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ আওয়ামী লিগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে লড়াই করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে টাইগার অধিনায়ক সকাল-সন্ধ্যা নির্বাচনি প্রচার চালাচ্ছেন। প্রচারে চমকের পর চমক দেখাচ্ছেন। শীতের ভোরে নির্বাচনি প্রচারে বেরিয়ে ঘরে ফিরছেন মধ্য রাতে। গতকাল নির্বাচনি প্রচারে ক্রিকেট খেলেছেন সাকিব। তার সঙ্গী ছিলেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। ঐতিহাসিক নোমানী ময়দানে ক্রিকেট ম্যাচকে ঘিরে গতকাল উৎসবে রূপ নিয়েছিল। ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সকাল সাড়ে ১০টায় শুরু ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলের রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, নাজমুল অপু, মমিনুল হক, সোহাগ গাজী, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু, মোক্তার আলীরা। খেলা চলাকালীন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দর্শকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।

খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে মাগুরা ক্রিকেট একাডেমি। ৮ ওভারের ম্যাচে মাগুরার সংগ্রহ ছিল ১১০ রান। ম্যাচটি জাতীয় দলের ক্রিকেটাররা জিতে যান ১০ উইকেটে। ২ ওভার হাতে রেখে ৬ ওভারে বিনা উইকেটে ১১১ রান তুলে নেয় সাকিবের দল। জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও প্রচারে আসেন সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘মাগুরায় এসে নতুন সাকিবকে দেখছি। তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে বলে আমি মনে করি।’ সাকিব নির্বাচনি প্রচার শুরু করেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার নিয়ে সাকিব বলেন, ‘আমাকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি মঞ্চের লোক না, মাঠের মানুষ, আগামীতে আপনাদের সঙ্গে মাঠেই থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আমি হারাতে চাই না। আমি যেন আমৃত্যু মাগুরাবাসীর পাশে থেকে কাজ করে যেতে পারি।’

 

সর্বশেষ খবর