রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কিংসের জয়, আবাহনীর হারে বছর শেষ

ক্রীড়া প্রতিবেদক

কিংসের জয়, আবাহনীর হারে বছর শেষ

সেরা খেলোয়াড় রবসনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শেখ মো. আসলাম

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও একটি দুরন্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় ৪-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়েছিল কিংস। টানা দুই বড় জয়ে শুরুতেই লিগের শীর্ষে মজবুত আসন গাড়ল টানা চারবারের চ্যাম্পিয়নরা।

বছরের শুরুতেই দারুণ জয় পেয়েছিল বসুন্ধরা কিংস। তারা লিগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে হারিয়েছিল দলটা। এবার বছরের শেষটাও দারুণ জয়ে রাঙাল কিংস। গতকাল কিংস অ্যারিনায় হাজার হাজার দর্শকদের মন ভরিয়েছেন রবসন, রাকিব আর ডরিয়েলটনরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে ১০ মিনিটে আবু আজিজের গোলে চট্টগ্রাম আবাহনী সমতায় ফিরলে মাঠে বেশ উত্তেজনা ফিরে আসে। অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে খুব একটা দেরি করেননি অস্কারের শিষ্যরা। ২৯ মিনিটে রাকিবের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪০ মিনিটে ডরিয়েলট আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করেন। রবসন রবিনহো ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ম্যাচের পর সেরা ফুটবলারের পুরস্কার দিতে মাঠে আসেন সাবেক তারকা ফুটবলার শেখ মুহাম্মদ আসলাম। তিনি রবসন রবিনহোর হাতে ম্যাচসেরার ট্রফি তুলে দেন।

লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল আবাহনী। রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরো ৩ পয়েন্টই হারাল আকাশি-নীল জার্সিধারীরা। গতকাল রাজশাহীতে ফর্টিস ১-০ গোলে হারিয়েছে আবাহনীকে। ফর্টিসের পক্ষে ম্যাচের ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ভ্যালেরি গ্রিসিন। এ ছাড়াও গতকাল জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ময়মনসিংহ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে। পুলিশের ইসা ফয়সাল ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করে শেখ জামালকে জয় উপহার দেন। লিগে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হেরেছিল শেখ রাসেলের কাছে।

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্র। দুই দলের গোল ব্যবধানও সমান।

সর্বশেষ খবর