রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার বিশ্ব বাংলাদেশের এশিয়া জয়

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিশ্ব বাংলাদেশের এশিয়া জয়

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফল্য ধরা দেয়নি। বিশ্বকাপ শেষে সাকিবরা দেশে ফেরেন ৮ নম্বরে থেকে। ক্রিকেট মহাযজ্ঞে টাইগারদের জয় সাকল্যে দুটি-আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে। বাংলাদেশ স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হলেও সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ফেবারিট ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সিনিয়রদের নিয়ে বিশ্বকাপ জিতেছে তাসমান পাড়ের দেশ। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ট্রফি জিতেছে বাংলাদেশ। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতলেও এই প্রথম এশিয়া কাপের ট্রফি জিতেছে টাইগার যুবারা। টেস্ট ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। ৪ টেস্টেও ৩টিতে জিতেছে।

বাংলাদেশ এখন নিউজিল্যান্ড সফর করছে। ওয়ানডে সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। অপেক্ষা করছে টি-২০ সিরিজ জয়ের। তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি জিতেছে নাজমুল বাহিনী। বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয়টি। বছরের শেষ দিন মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টি-২০ ম্যাচে বরাবরই বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তারপরও চলতি বছর এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০-তে হোয়াইটওয়াশ, আফগানিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে।

বিশ্বকাপে ফেবারিট হয়ে টানা ১০ ম্যাচ জেতে ফাইনাল খেলে ভারত। লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায়। কিন্তু আহমেদাবাদের ফাইনালে হেরে যায় ট্র্যাভিস হেডের সেঞ্চুরিতে। বিশ্বকাপে ওই একটিই ম্যাচ হেরেছে ভারত। বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপ শুরু করেছিল দুই ম্যাচ হেরে। তৃতীয় ম্যাচ থেকে জয় শুরু কামিন্সের দলের। পরবর্তীতে পেছনে ফিরে তাকায়। এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে ভারত। ৩৫ ম্যাচে জয় ২৭টি এবং হার ৭টি। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২১ ম্যাচ খেলে জিতেছে ১৪টি। বাংলাদেশ খেলেছে ৩২টি। জয় ১১ এবং হার ১৭টি। তিন ম্যাচে ফল হয়নি। ২০২৩ সালের শেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ চলতি বছর টেস্ট খেলেছে ৪টি। সাফল্যের ৭৫ শতাংশ। ৩টি টেস্ট জিতেছে। সবগুলোই টেস্ট খেলেছে ঘরের মাঠে। প্রথম টেস্ট খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি জিতেছে ৫৪৬ রানে। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এটা সবচেয়ে বড় জয়। মিরপুরের ওই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করেন মুমিনুল হক সৌরভ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টেস্ট জয় পায় সিলেটে। ১৫০ রানের জয়টি ছিল অবিশ্বাস্য। মিরপুরে পরের টেস্ট জিতে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। চলতি বছর শেষ টেস্টে অস্ট্রেলিয়া হারিয়েছে পাকিস্তানকে। মেলবোর্নের টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৩৯ রানে। অস্ট্রেলিয়া চলতি বছর ১৩ টেস্টে ৬টিতে জিতেছে। ভারত জিতেছে ৮ টেস্টের মাত্র ৩টিতে। শতাংশের হারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি জিতেছে, ৭৫ শতাংশ। প্রোটিয়াসরা ৪ টেস্টের ৩টিতে জিতেছে।

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে টাইগার যুবারা জেতে ১৯৫ রানের আকাশসমান ব্যবধানে। সেমিফাইনালে হারায় আসরের ফেবারিট ভারতীয় যুবাদের। এবারের যুব এশিয়া কাপে চোখধাঁধানো পারফরম্যান্স করেছেন আশিকুর রহমান। সেঞ্চুরি করেছেন ২টি। বাংলাদেশের নারী ক্রিকেটাররাও কম যাননি। নিগার সুলতানার নেতৃত্বে নারী ক্রিকেট দল হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দলকে।

সর্বশেষ খবর