সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কোচ খুঁজে পাচ্ছে না ব্রাজিল

কোচ খুঁজে পাচ্ছে না ব্রাজিল

বড় আশায় ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ ছেড়ে কার্লো আনচেলত্তি তাদের জাতীয় দলের কোচ হবেন। শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ বাড়ানোর পর। ২০২৬ সাল পর্যন্ত তিনি আর কোথাও যাচ্ছেন না। কোচ ঘিরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বড় ধরনের সমস্যায় পড়ে গেল। কে তাদের জাতীয় দলের কোচ হবেন? লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল এখন ছয় নম্বরে আছে। সেখান থেকে কে তাদের উদ্ধার করবেন? যোগ্য কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। এখন পর্যন্ত কোনো সুখবর নেই। ব্রাজিল কোচ সংকটে পড়বে এমনটি কেউ স্বপ্নেও ভাবেনি। ব্রাজিলের সংবাদ মাধ্যম ‘ওগ্লোবো’ অবশ্য কয়েকজন সম্ভাব্য কোচের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে আছেন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ফার্নান্দেজ দিনিজ, আবেলফেরেরা ও হোর্জে জেসুস। অন্যদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, ব্রাজিল কোচ সন্ধানে নামলেও তেমন কাউকে পাচ্ছে না। শেষ পর্যন্ত কোচ সংকটে ব্রাজিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয়।

সর্বশেষ খবর