বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফিরেই জিতলেন রাডুকানু

ফিরেই জিতলেন রাডুকানু

আট মাস পর কোর্টে ফিরেছেন ব্রিটিশ মেয়ে এমা রাডুকানু। দুই হাত এবং বাম পায়ে অস্ত্রোপচার হওয়ার পর বিশ্রামে ছিলেন তিনি। গতকাল দীর্ঘদিন পর কোর্টে নামেন এই ব্রিটিশ মেয়ে। অকল্যান্ড ক্ল্যাসিক টুর্নামেন্টে রুমানিয়ার এলেনা গ্যাব্রিয়েলাকে তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৪-৬, ৭-৫ গেমে হারিয়েছেন রাডুকানু। প্রি কোয়ার্টার ফাইনালে তিনি এলেনা সভিতলিনার মুখোমুখি হবেন।

সর্বশেষ খবর