বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আইসিসি বর্ষসেরা লড়াইয়ে মারুফা

ক্রীড়া ডেস্ক

আইসিসি বর্ষসেরা লড়াইয়ে মারুফা

গত বছর দারুণ পারফর্ম করেছেন মারুফা আক্তার। তার দুরন্ত বোলিংয়ে বাংলাদেশও বছরজুড়ে বেশ ভালো ফল করেছে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বল হাতে শিকার করেছেন বেশ কটি উইকেট। গত বছর ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেন তিনি। টি-২০ ক্রিকেটে ১৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচে শিকার করেছিলেন ৭ উইকেট। এরই স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন মারুফা আক্তার। তার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার। বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোটজি, ভারতের ইয়াশাসবি জয়সওয়াল, শ্রীলঙ্কার দিলশান মদুশানকা ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এ ছাড়াও আইসিসি টি-২০ ক্রিকেটে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ছেলেদের টি-২০ বর্ষসেরার তালিকায় আছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, উগান্ডার আলপেশ রামজানি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ভারতের সূর্যকুমার যাদব। টি-২০ বর্ষসেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের সোফি একলেস্টোন, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস এবং অস্ট্রেলিয়ার এলিস পেরি।

 

সর্বশেষ খবর