বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১ লাখ টাকা করে বোনাস পেলেন যুবারা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ২০২০ সালে। যুব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তিন বছর পর জিতেছে এশিয়া কাপের শিরোপা। গত ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের যুবারা ১৯৫ রানের আকাশসমান ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এশিয়ার যুবাদের সেরা হওয়ায় দলটির প্রতি সদস্যকে ১ লাখ টাকা করে বোনাস দিয়েছে বিসিবি। এ ছাড়া ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে সাপোর্টিং স্টাফদের। অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহফুজুর রহমান। যুব এশিয়া কাপে সেরা ক্রিকেটার হয়েছেন আশিকুর রহমান। যুবদলের এখন নতুন মিশন অনূর্র্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। ১৯ জানুয়ারি শুরু হবে দক্ষিণ আফ্রিকায়। যুব বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঢাকা ছাড়বে ৭ জানুয়ারি। আসরে টাইগার যুবারা এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের দলগুলো হলো- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আসরে মাহফুজুরদের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি ব্লোমফন্টেইনে, প্রতিপক্ষ ভারত। ২২ জানুয়ারি আয়ারল্যান্ড ও ২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। যুব বিশ্বকাপের ফাইনাল ১১ ফেব্রুয়ারি বেনোনির উইলোমুর পার্কে। সেমিফাইনাল দুটি ৬ ও ৮ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর