বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফের কামিন্সের আঘাত পাকিস্তান ৩১৩ রানে অলআউট

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন সিডনিতে। ব্যাট করতে নামার সময় গতকাল ওয়ার্নারকে ‘গার্ড অব অনার’ দেয় পাকিস্তানের ক্রিকেটাররা। গতকাল সিডনি টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও ফাস্ট বোলার প্যাট কামিন্স। ৫৮ টেস্ট ক্যারিয়ারে দ্বাদশবারের মতো ৫ উইকেট নিয়েছেন প্রতিপক্ষের ইনিংসে। মেলবোর্নে পাকিস্তানের দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় গতকাল ৫ উইকেট নেন। তার বিধ্বংসী ইনিংসে পাকিস্তান প্রথম দিনেই অলআউট ৩১৩ রানে। জবাবে স্বাগতিক অস্ট্রেলিয়া দিন শেষ করেছে বিনা উইকেটে ৬ রান তুলে। ওয়ার্নার ব্যাট করছেন ৬ রানে। হোয়াইটওয়াশ করার টার্গেটে অস্ট্রেলিয়া টস হেরে ফিল্ডিং করে। ইনিংসের ১.২ ওভারের মধ্যে পাকিস্তান হারায় দুই ওপেনার আসাদউল্লাহ শফিক ও সায়িম আইয়ুবকে। সেই ধাক্কা সামলে ওঠার আগে ৯৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে টেনে তুলেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৯৪ রান। দুজনেই হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন। রিজওয়ান ৮৮ রানের ইনিংস খেলেন ১০৩ বলে। আগা সালমান ৫৩ রানের ইনিংস খেলেন ৬৭ বলে। ১৩ রানে জীবন পাওয়া আমের জামাল ও মীর হামজা ৮৬ রান যোগ করেন ১০ম উইকেট জুটিতে ২০ ওভারে। জামাল খেলেন ৮২ রানের ইনিংস। ৯৭ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। অসি অধিনায়ক কামিন্স ৫ উইকেট নেন ৬১ রানের খরচে।

 

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : প্রথম ইনিংস, ৩১৩/১০, ৭৭.১ ওভার (আসাদ শাফিক ০, সায়িম আইয়ুব ০, শান মাসুদ ৩৫, বাবর আজম ২৬, সাওদ শাকিল ৫, মোহাম্মদ রিজওয়ান ৮৮, আগা সালমান ৫৩, সাজিদ খান ১৫, আমের জামাল ৮২, হাসান ০, আমির হামজা ৭*। স্টার্ক ১৬-২-৭৫-২, হেইজেলউড ১৫-২-৬৫-১, কামিন্স ১৮১-১-৬১-৫, লায়ন ১৭.১-০-৭৪-১, মার্শ ৭-১-২৭-১, লাবুশেন ৩-১-৯-০, হেড ১-০-১-০)

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ১ ওভার ৬/০ (ডেভিড ওয়ার্নার ৬*, উসমান খাওয়াজা ০*; সাজিদ ১-০-৬-০)।

 

সর্বশেষ খবর