শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফিফা বর্ষসেরা একাদশের তালিকায় মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক

দুই গ্রেট ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো নেই বলে স্প্যানিশ লা লিগার আকর্ষণ অনেক কমে গেছে। দুজনই ইউরোপ ছেড়ে অন্য মহাদেশীয় লিগে খেলছেন। রোনালদো খেলছেন এশিয়ার সৌদি প্রো লিগে আল নাসরে। অন্যদিকে আমেরিকা সকার লিগে মেসি খেলছেন মায়ামিতে। ইউরোপের লিগে নেই তবু দুজনকে ঘিরে উন্মাদনা আগের মতোই আছে। ফিফার বর্ষসেরা একাদশের জন্য মনোনয়ন পেয়েছেন বিখ্যাত দুই ফুটবলার। বুধবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশের জন্য ২৩ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। সেখানে জায়গা করে নিয়েছেন মেসি-রোনালদো। ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে গেল বছরের সেরা একাদশ। এবার সেরা একাদশ বাছাইয়ের জন্য ফুটবলারদের ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিচার করা হয়েছে। ২০২২ সালে ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেক্ষেত্রে মেসির একাদশে থাকা নিশ্চিত। কিন্তু রোনালদোর পারফরম্যান্স চোখে পড়েনি। সেক্ষেত্রে তার নাম কি সেরা একাদশে থাকবে?

সর্বশেষ খবর