শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ জিতে মাহফুজুর রহমান, আশিকুর রহমান শিবলিরা এখন দারুণ আত্মবিশ্বাসী। যুব এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ। এবার টাইগার যুবাদের নতুন মিশন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে যাওয়ার আগে মাহফুজ, আশিকুররা দারুণ উপহার পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের কাছ থেকে। দেশসেরা বাঁ হাতি ওপেনার গতকাল টাইগার যুবাদের ব্যাট উপহার দিয়েছেন। এসব ব্যাটের গুণগতমান অনেক ভালো। তামিম নিজে খেলেন এসব ব্যাট দিয়ে। এশিয়া কাপ জয়ের পর যুবা ক্রিকেটাররা ব্যাট চেয়েছিলেন তামিমের কাছে। সাবেক ওপেনার কথা রেখেছেন। গতকাল তামিম নিজে মিরপুর একাডেমি মাঠে উপস্থিত থেকে যুবাদের ব্যাট উপহার দিয়েছেন। সাবেক অধিনায়ক ব্যাট দেওয়ার অনুমতি নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে। ব্যাটগুলো ‘সিএ’ কোম্পানির। অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের ১৫ ক্রিকেটারকে ব্যাট উপহার দিয়েছেন। যুব ক্রিকেটাররা এশিয়া কাপ চলাকালীন তামিমের কাছে ব্যাট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তামিম ৪-৫টির ব্যবস্থা না করে সবাইকে একটি করে ব্যাট উপহার দিয়েছেন। যুব বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, প্রতিপক্ষ ভারত। ২২ জানুয়ারি আযারল্যান্ড ও ২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ।

 

সর্বশেষ খবর