শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইতালিয়ান কাপের কোয়ার্টারে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। গত বৃহস্পতিবার নিজেদের মাঠে স্যালারনিটানাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। দলের পক্ষে একটি করে গোল করেন মিরেত্তি, ক্যাম্বিয়াসো, রুগানি, ইলদিজ ও উইয়াহ। স্যালারনিটানার ব্রোন একটি আত্মঘাতী গোল করে জুভেন্টাসের জয়ের ব্যবধান বাড়ান। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস মুখোমুখি হবে ফ্রসিনান। ইতালিয়ান কাপে এ ছাড়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এসি মিলান-আটলান্টা, লেজিও-রোমা এবং ফিওরেন্টিনা-বলগনা। ইতালিয়ান কাপে জুভেন্টাস সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০২০-২১ মৌসুমে।

 

সর্বশেষ খবর