শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিডনিতে এগিয়ে থেকেও বিপদে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

স্কোর বোর্ডে রান তখন ২৪ ওভারে ৪ উইকেটে ৬৭। ২৫তম ওভারে বোলিং মার্কে জশ হ্যাজলউড। ওভারের প্রথম বলেই আঘাত হানেন হ্যাজলউড। ওই ওভারের ৫ বলের ব্যবধানে শূন্য রানের মধ্যে ৩ উইকেট তুলে কোণঠাসা করে ফেলেন পাকিস্তানকে। মুহূর্তে ৪ উইকেটে ৬৭ রান থেকে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৬৭। যদিও তৃতীয় দিন পাকিস্তান শেষ করেছে ৭ উইকেটে ৬৮ রান তুলে। এগিয়ে গেছে ৮২ রানে। সিডনি টেস্টের আজ চতুর্থ দিন কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়। ৩ ম্যাচ সিরিজের পার্থ ও মেলবোর্ন টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে যদি স্বাগতিকরা জিতে যায়, তাহলে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। নাটকীয়ভাবে যদি পাকিস্তান জিতে যায়, তখন হোয়াইটওয়াশ এড়াবে। সিডনি টেস্টে বৃষ্টি বাধা হয়েছে। প্রথম দিন পাকিস্তান নির্বিঘ্নে ব্যাট করে ৩১৩ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে। অস্ট্রেলিয়া বিনা উইকেটে শূন্য রান নিয়ে দিন শেষ করে। দ্বিতীয় দিন বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় দিন খেলা হয় মাত্র ৪৬ ওভার।

 

সর্বশেষ খবর