রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ওয়ার্নারের বিদায়ী টেস্টেও জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ওয়ার্নারের বিদায়ী টেস্টেও জিতল অস্ট্রেলিয়া

টেস্টের শেষ ম্যাচ খেলে ফেললেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী ম্যাচ শেষে মাঠেই সন্তানদের জড়িয়ে ধরে আবেগ তাড়িত হয়ে পড়েন এই অসি তারকা।

সিডনিতে অস্ট্রেলিয়া জিতবে, এটা ছিল সময়ের অপেক্ষা। গতকাল চতুর্থ দিন সহজেই জিতে নিয়েছে টেস্ট। ৮ উইকেটের সহজ জয়ে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এর আগে পার্থ ও মেলবোর্ন টেস্টও জিতেছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট আবার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টও ছিল। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্নারের বিদায়টা আলো জ্বলমলে। সাদা বলে জীবনের শেষ ইনিংসটা খেলেছেন ৫৭ রানের প্রত্যয়ী ইনিংস। ৩৭ বছর বয়সী ওয়ার্নার ১১২ টেস্টের ২০৫ ইনিংসে ২৬ সেঞ্চুরি ও ৩৭ হাফসেঞ্চুরিতে ৪৪.৫৯ গড়ে ৮৭৮৬ রান করেছেন। টেস্টের তৃতীয় দিনই জয়ের মঞ্চ তৈরি করে নিয়েছিল অস্ট্রেলিয়া। ১৪ রানে পিছিয়ে থেকে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানের ৭ উইকেট তুলে নেয় ৬৮ রানে। গতকাল অলআউট করে ১১৫ রানে। সফরকারী পাকিস্তান গতকাল চতুর্থ দিন স্কোর বোর্ডে যোগ করে আরও ৪৭ রান। টার্গেট দেয় ১৩০ রান। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উসমান খাজাকে হারায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও মারনাস লাবুচেন ১১৯ রান যোগ করে জয়ের পথ মসৃণ করে দেন। ওয়ার্নার ৫৭ রানের ইনিংসটি খেলেন ৭৫ বলে ৭ চারে। লাবুচেন অপরাজিত থাকেন ৬২ বলে। ৭৩ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার। এবার নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান টানা ১৭টি টেস্ট হারল। তাসমান সাগরপাড়ের দেশটিতে পাকিস্তান সর্বশেষ জিতেছিল ২৯ বছর আগে ১৯৯৫ সালে। 

 

 

সর্বশেষ খবর