রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চলে গেলেন ব্রাজিল কিংবদন্তি জাগালো

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন ব্রাজিল কিংবদন্তি জাগালো

ব্রাজিলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য হিসেবে বেঁচে ছিলেন মারিও জাগালো। পেলে, ভাভা, ডিডি, গারিঞ্চাদের সতীর্থ ৯২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। ২০২২ সালের ডিসেম্বরে পেলে পৃথিবীকে চিরবিদায় জানান। এবার ব্রাজিলের স্বর্ণযুগের শেষ সদস্যও চলে গেলেন। মারিও জাগালো ফুটবল ইতিহাসের প্রথম তারকা হিসেবে ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেন। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয় করেন তিনি ফুটবলার হিসেবে। দুটি বিশ্বকাপেরই ফাইনালে দলের অন্যতম তারকা ছিলেন তিনি। ১৯৭০ সালে পেলেদের গুরু হিসেবে জয় করেন বিশ্বকাপ। ১৯৯৪ সালে ব্রাজিলের সহকারী কোচ হিসেবেও জয় করেন বিশ্বকাপ। মোট চারটি বিশ্বকাপ আছে তার নামের পাশে। ১৯৯৮ বিশ্বকাপে তার কোচিংয়েই ফাইনাল খেলেন রোনালদোরা। সেবার অবশ্য ফাইনালে হেরে যায় ব্রাজিল। ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ের কাছে ট্রফি হারাতে দেখেছিলেন তিনি। সেই ম্যাচে সৈনিক হিসেবে তার দায়িত্ব ছিল দর্শকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। সেই ঘটনা জাগালোর মনে বেশ দাগ কেটেছিল। বেশ দুঃখ পেয়েছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন, একদিন ব্রাজিলকে বিশ্বকাপ উপহার দেবেন। এর আট বছর পর ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয় করেন জাগালো।

মারিও জাগালোকে ১৯৯২ সালে ফিফার সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব মেরিট দেওয়া হয়। ইতিহাসের সেরা ফুটবল কোচ হিসেবে নয় নম্বরে স্থান পেয়েছেন তিনি। এ ছাড়াও আছে আরও নানানরকম প্রাপ্তি। ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো ও বোটাফোগোর জার্সিতে জয় করেছেন বেশ কটি ট্রফি। এই দুটি ক্লাবে কোচ হিসেবেও অনেক ট্রফি জয় করেছেন তিনি।

 

সর্বশেষ খবর