সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয়বার সংসদ সদস্য মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বার সংসদ সদস্য মাশরাফি

নড়াইল-২ আসনে জয়ের পর ভোটারদের অভিনন্দন জানাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মাশরাফি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে। সেবার তিনি ভোট পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০। নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯। গতকাল ভোট দিয়েছেন ২ লাখ ৩২ হাজার ১১ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪২৫টি। আসনে অপরাপর প্রার্থীদের মধ্যে ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান ৪ হাজার ৪১টি, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ১ হাজার ৯০৯টি, এনপিপির মনিরুল ইসলাম ৫৮০টি, গণফ্রন্টের লতিফুর রহমান ৫৮২টি, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান ১ হাজার ৮৫৩টি, স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম ১ হাজার ৩৬৩টি এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু পেয়েছেন ৩৫৬টি ভোট। তবে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান দুপুর ২টায় ভোট বর্জন করেন। এর আগে, গত ৩ জানুয়ারি মাশরাফিকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাশরাফি গত দুই সপ্তাহ ধরে তার নির্বাচনি এলাকা চষে বেড়িয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনি প্রচারের শেষ দিনে সাকিবের মাগুরায় প্রচারেও অংশ নেন। গতকাল সকাল ১১টায় মাশরাফি ভোট দেন নিজ ভোট কেন্দ্র নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখিতে মাশরাফি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ নড়াইল-২ আসনের নির্বাচনি এলাকাগুলো লোহাগড়া উপজেলা, নড়াইল সদর উপজেলার কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙগা শোলপুর ও শেখ হাটি ইউনিয়ন। মাশরাফির নির্বাচনি এলাকা পর্যবেক্ষণ করে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল।

সর্বশেষ খবর