শিরোনাম
সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যুবারা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা প্রথমবার জিতেছে বাংলাদেশ। শিরোপা জিতে অনেকটাই নির্ভার টাইগার যুবারা। এশিয়া কাপ জয়ী টাইগার যুবাদের এবারের নতুন মিশন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। ২০২০ সালের শিরোপা জয়ীরা এক বুক স্বপ্ন নিয়ে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন। যুব এশিয়া কাপ জয়ী মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমানরা স্বপ্ন দেখছেন দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়। সাম্প্রতিক পারফরম্যান্সও আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগার যুবাদের। যুব বিশ্বকাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি। বাংলাদেশের মিশন শুরু ২০ জানুয়ারি ভারত ম্যাচ দিয়ে। মাহফুজুরদের গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ ২২ জানুয়ারির আয়ারল্যান্ড ও ২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র। সব ম্যাচই বসবে ব্লোমফন্টেইনে। ঢাকা ছাড়ার আগে দলটির সম্ভাবনা নিয়ে টাইগার যুবাদের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর বলেন, ‘দলটার মধ্যে আবহ দারুণ। সাফল্য পেতে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। যে জায়গায় আমরা ওদের দেখতে চেয়েছি, সেটা হয়েছে। ওরা চাপ নিয়ে খেলুক, তা চাইব না। দলটির ওপর আমাদের আস্থা রাখতে হবে।’ যুব বিশ্বকাপের আসর বসার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞা থাকায় ভেন্যু পরিবর্তন হয়ে ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে। যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। দলগুলো চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি করে চার গ্রুপের ১২ দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ১২ দল। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। বেনোনিতে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল যথাক্রমে ৬ ও ৮ ফেব্রুয়ারি। ফাইনাল ১১ ফেব্রুয়ারি বেনোনিতে।     

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

সর্বশেষ খবর