সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিংস অ্যারিনায় রেকর্ড ধরে রাখতে পারবেন কি জামালরা

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারিনায় এখনো কোনো ম্যাচ হারেনি বসুন্ধরা কিংস। পেশাদার লিগে একটি ম্যাচ ড্র করেছে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের ম্যাচ দিয়ে কিংস অ্যারিনায় বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয়। এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলে জাতীয় দলও কোনো ম্যাচ হারেনি। আফগানিস্তানের বিপক্ষে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচে ড্র করে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্ব প্লে-অফ ম্যাচে মালদ্বীপকে হারায় বাংলাদেশ। অন্যদিকে বাছাই পর্বে ওঠে কিংস অ্যারিনায় লেবাননের সঙ্গে ড্র করে বাংলাদেশ।

প্রশ্ন হচ্ছে জামাল ভূঁইয়ারা কিংস অ্যারিনায় তাদের রেকর্ড ধরে রাখতে পারবেন কি না। ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে কিংস অ্যারিনায় ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দল হিসেবে ফিলিস্তিন নিঃসন্দেহে অনেক শক্তিশালী। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৯১ নম্বরে। তারপরও এই ম্যাচে জয় না হোক ড্র করার সামর্থ্য রয়েছে। ধরলাম এই ম্যাচে জিতে গেলেন জামালরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে করবেটা কী? ৬ জুন কিংস অ্যারিনায় দ্বিতীয় লেগে তারা বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে। মেলবোর্নে অ্যাওয়ে ম্যাচে ১-৭ গোলে হেরেছিলেন জামালরা। ৬ জুন যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে তা হবে বিশাল প্রাপ্তি। এ এক বড় পরীক্ষা জামালদের।

 

 

সর্বশেষ খবর