মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হকির সাড়াশব্দ নেই

ক্রীড়া প্রতিবেদক

মান যেমনই থাকুক ফুটবলে ঘরোয়া আসর নিয়মিত হচ্ছে। মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপ শেষ হয়েছে। পেশাদার লিগের পাশাপাশি ফেডারেশন কাপও মাঠে গড়িয়েছে। আকর্ষণ বাড়াতে লিগে নতুনত্ব আনার চেষ্টা চলছে। ক্রিকেটে দেশ ও বিদেশে সিরিজে ব্যস্ত রয়েছে। গত বছর খেলেছে ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরে টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পর্দা উঠার অপেক্ষায়। সচল রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগও। ক্রিকেট, ফুটবলের পর হকিই দেশের বড় ও জনপ্রিয় খেলা। সচলতার দিক দিয়ে এক সময় এ খেলা এগিয়ে থাকলেও এখন হ-য-ব-র-ল অবস্থা। ঘরোয়া আসরে একেবারে সাড়াশব্দ নেই।

নতুন বছর শুরু হয়েছে। ক্রিকেট ফুটবল এমনকি ছোট ফেডারেশনও তাদের ঘরোয়া শিডিউল ঘোষণা করেছে। হকির কোনো সাড়াশব্দই নেই। কেন এ অচলাবস্থা এ ব্যাপারে হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘হকি খেলেই আমি ক্রীড়াঙ্গনে পরিচিত হয়ে উঠি। রক্তে আমার এ খেলা মিশে গেছে। খেলোয়াড়রা খেলতে পারছেন না এতে আমিও ব্যথিত। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে প্রিমিয়ার লিগের বিষয়টি সমাধান হয়ে যাবে। লিগ কমিটি এ মাসেই জরুরি সভা ডাকবে। সেখানেই দলবদলের তারিখ নির্ধারিত হতে পারে। এটা ঠিক গত বছরেই আমরা লিগ মাঠে নামাতে পারতাম। অধিকাংশ ক্লাবের আপত্তিতে সম্ভব হয়নি। আমার মনে হয় এখন আর কোনো সমস্যা নেই আশা করি। লিগ মাঠে গড়াক এটা আমি মনে প্রাণে চাই’।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর