মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন জার্মানি

চ্যাম্পিয়ন জার্মানি

ইউনাইটেড কাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হলো জার্মানি। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত দলগত এ টুর্নামেন্টের ফাইনালে জার্মানরা পোল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে। ফাইনালে জার্মানি ২-১ ব্যবধানে জয়ী হয়। পোল্যান্ডের মেয়ে ইগা সোয়াটেক জার্মানির অ্যানজেলিক কারবারকে ৬-৩, ৬-০ গেমে পরাজিত করেন। তবে জার্মানির আলেকজান্ডার জেভরভ পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে ২-১ সেটে হারান। এ ছাড়া দ্বৈতের লড়াইয়ে লরা সিগমুন্ড-জেভরভ জুটি পরাজিত করেন সোয়াটেক-হুরকাজ জুটিকে। ইউনাইটেড কাপের প্রথম আসর হয়েছিল ২০২২-২৩ মৌসুমে। সেবার চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। ফাইনালে তারা হারিয়েছিল ইতালিকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর