মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চলে গেলেন কিংবদন্তি বেকেনবাওয়ার

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন কিংবদন্তি বেকেনবাওয়ার

জার্মানির জার্সিতে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন। গতকাল তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করেন তিনি। ১৯৯০ সালে জার্মানির কোচ হিসেবে জয় করেন বিশ্বকাপ। খেলোয়াড় ও কোচ হিসেবে এ ছাড়াও বিশ্বকাপ জয়ের গৌরব আছে মারিও জাগালো ও দিদিয়ের দেশমের। কিছুদিন আগে জাগালোও চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মনে করা হয়। তিনি একজন ডিফেন্ডার হিসেবে জার্মানির জার্সিতে ১০৩ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৪টি। ক্লাব ফুটবলে বেকেনবাওয়ার খেলেছেন বায়ার্ন মিউনিখ, নিউইয়র্ক কসমস ক্লাবে। বায়ার্নের হয়ে ফুটবলার ও কোচ হিসেবে জয় করেছেন বুন্দেসলিগা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসর ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জয় করেছেন তিনবার। ব্যালন ডিঅর জয় করেছেন দুবার (১৯৭২ ও ১৯৭৬)। ফুটবলার হিসেবে সফল ছিলেন। সফল ছিলেন কোচ হিসেবেও। ফুটবলের আরও একজন কিংবদন্তি পরপাড়ে পাড়ি জমালেন।

সর্বশেষ খবর