বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কোচ হয়ে ফিরছেন জেরার্ড পিকে

কোচ হয়ে ফিরছেন জেরার্ড পিকে

এক বছরের বেশি হয়ে গেল, ফুটবল ছেড়েছেন জেরার্ড পিকে। স্পেন ও বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার মাঠ থেকে বেশি দিন বাইরে থাকতে পারছেন না। মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি। এবার কোচের ভূমিকায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘এটি নতুন একটি বছর এবং ভেবেচিন্তে আমি ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবলকে অনেক মিস করি। এবার খেলোয়াড় হিসেবে ফিরব না। কোচ হিসেবে থাকব।’ সপ্তাহের শেষে বিস্তারিত জানাব।’ পিকে খেলোয়াড় হিসেবে সফল সময় কাটিয়েছেন। বিশ্বকাপ জয় করেছেন। ইউরোপা কাপ জয় করেছেন। বার্সেলোনার জার্সিতে জয় করেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। এবার কোচ হিসেবে কতটা সফল হবেন তিনি!

 

 

সর্বশেষ খবর