শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতের ঘরোয়া ফুটবলে আবারও সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

ভারতের ঘরোয়া ফুটবলে আবারও সাবিনা

ঢাকায় নারী ফুটবল লিগ আদৌ মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বাফুফে বলেছে ফেব্রুয়ারি মাসের কথা। তবে এ নিয়ে ফেডারেশনের তৎপরতা চোখে পড়ছে না। যাক ঘরে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় ঘরোয়া ফুটবলে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। বেঙ্গালুরুর দল কিকস্টার্ট এফসির হয়ে তার খেলার কথা। অবশ্য এর আগেও ভারতীয় লিগে খেলেছেন সাবিনা। ভিসার জন্য আবেদনও করেছেন তিনি। তবে ভারতীয় ভিসা পেতে যে ভোগান্তির শিকার হতে হয়, তাতে সাবিনা কবে যেতে পারবেন তা নিশ্চিত নয়। ডিসেম্বর থেকে লিগ শুরু হয়েছে। বেঙ্গালুরু ম্যাচও খেলে ফেলেছে। আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত ভারতীয় লিগ খেলা হবে কি না এ নিয়ে চিন্তিত সাবিনা। 

সর্বশেষ খবর