শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আট গোলের স্মরণীয় ম্যাচ জিতে ফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক

মাদ্রিদ ডার্বি হবে তাতে উক্তেজনা থাকবে না তা কি হয়। স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে তেমনি ম্যাচ দেখা গেল। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে থেকেও ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। ৫-৩ ব্যবধানে জয় পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। রিয়ালে অনুষ্ঠিত ম্যাচে যে সমান তালে উত্তাপ ছড়িয়েছে তাতে মৌসুমের সেরা বললেও ভুল হবে না। হাইভোল্টেজ ম্যাচে মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো। গ্রিজমানের কর্নার থেকে বল পেয়ে রিয়ালের জালে পাঠান মারিও হেরমোসে। ১৩ মিনিট পর অবশ্য রুডিগার হেডে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। ২৯ মিনিটে পিছিয়ে থাকা রিয়াল ২-১ গোলে এগিয়ে যায়। গোল করেন মেন্ডি। ৩৭ মিনিটে গ্রিজমান গোল করলে অ্যাথলেটিকো শিবিরে স্বস্তি ফিরে। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭৮ মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে অ্যাথলেটিকো। তবে গোলটি আসে প্রতিপক্ষের রুডিগার ভুলে। বল ক্লিয়ার করতে নিজেদের জালে জড়িয়ে দেন। সমর্থকরা শঙ্কায় ছিলেন শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই বিদায় নিতে হয় কি না। ৮৫ মিনিটে স্বস্তি ফিরে রিয়াল শিবিরে। দানি কারভাহানের গোলে সমতা ফিরলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচ যখন টাইব্রেকারে গড়াচ্ছে তখনই  জেছিলোর গোলে এগিয়ে যায় রিয়াল। দিয়াজ ব্যবধান ৫-৩ করেন।

সর্বশেষ খবর