শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের দুরন্ত জয়

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে মোহামেডান। শেখ রাসেল ক্রীড়া চক্র ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৩-এ অবস্থান করছে।

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের দুরন্ত জয়

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল দারুণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারিনায় ফর্টিসকে ৩-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। লিগে টানা তিন জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা।

বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলতে নেমে নিজেদের ছন্দ ঠিকই ধরে রেখেছে কিংস। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় তারা। সোহেল রানার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ডাম পাশ থেকে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান রাকিব হোসেন। ম্যাচজুড়েই দারুণ খেলেছেন রাকিব। এর পুরস্কারও পেয়েছেন। ম্যাচসেরার ট্রফি পেয়েছেন সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের হাত থেকে।

রাকিবের গোলের পর সমতায় ফিরতে খুব একটা দেরি করেনি ফর্টিস। ১৩ মিনিটে তারিক কাজীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। অবশ্য এরপর আর তেমন কোনো সুযোগ পায়নি ফর্টিস। ২১ মিনিটে ডরিয়েলটনের গোলে ফের এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মিগেলের বাড়ানো পাসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে গোল করেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধ্বেও দাপট ধরে রাখে কিংস। ৭৩ মিনিটে বদলি নামা রিমন হোসেন রবসনের পাসে বল পেয়ে গোল করেন। ৩-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। লিগের চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়ে যাত্রা করে কিংস। চট্টগ্রাম আবাহনীকে দ্বিতীয় ম্যাচে হারায় ৪-১ গোলে। এবার ফর্টিসের বিপক্ষেও দারুণ জয় পেল অস্কার ব্রুজোনের দল। কিংস জয় পেলেও গোলের দেখা পাননি রবসন। আর মাত্র একটা গোল করলেই তিনি লিগে গোলের হাফসেঞ্চুরি করবেন।

এদিকে গতকাল জয় পেয়েছে মোহামেডান এবং আবাহনীও। রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। সাদা-কালো জার্সিধারীদের পক্ষে সুলেমান দিয়াবাতে (২৮ ও ৬৮ মিনিট) এবং সানডে এমানুয়েল (৬০ ও ৬৬ মিনিট) দুটি করে গোল করেন। এ ছাড়াও মুজাফররভ (৪৯ মিনিট) একটি গোল করেন। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে একটি গোল করেন আকমল হোসেন (৭৮ মিনিট)। গোপালগঞ্জে আবাহনী লিমিটেড ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। আবাহনীর রিয়াদুল রাফি ম্যাচের ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দল নিয়েও জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। লিগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর ফর্টিসের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। লিগে অবশেষে জয়ের দেখা পেল আবাহনী। গতকাল রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে। ইয়াসিন খানের (৩৪ মিনিট) গোলে এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে স্যামুয়েলের (৫৫ মিনিট) গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে মোহামেডান। শেখ রাসেল ক্রীড়া চক্র ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আজ তারা বসুন্ধরা কিংস অ্যারিনায় পুলিশ এফসির মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে দুই নম্বরে উঠতে পারে শেখ রাসেল। আবাহনী লিমিটেড ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। শেখ জামাল ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে।

 

 

 

সর্বশেষ খবর