শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪

জকোভিচের মিশন-২৫

ক্রীড়া ডেস্ক

জকোভিচের মিশন-২৫

টেনিসের ইতিহাসে সেরা তারকা কে? রজার ফেদেরার, রাফায়েল নাদাল নাকি নোভাক জকোভিচ? পিট সাম্প্রাস আর আন্দ্রে আগাসিদের কথাও তো মনে রাখতে হবে। তবে সবাইকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে চলেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। এরই মধ্যে জয় করেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি। পুরুষ ও নারী টেনিসে অ্যামেচার এবং ওপেন যুগ মিলিয়ে এত দিন শীর্ষে ছিলেন মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ার এই তারকা ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন। নোভাক জকোভিচ সেই রেকর্ড স্পর্শ করেছেন গত বছর ইউএস ওপেন জয় করে। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন তিনি।

সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ২৫ নম্বর গ্র্যান্ড স্লাম জয়ের মিশন নিয়ে কাল থেকে কোর্টে নামছেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে কাল সকাল থেকে। জকোভিচ প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন ডিনো প্রিজমিচের। গত বছর অস্ট্রেলিয়া জয় করেছেন জকোভিচ। এবারও কি তিনিই জিতবেন? অবশ্য স্পেনের কার্লোস আলকারাজ, রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, ইতালির জ্যানিক সিনাররা জকোভিচের পথ কঠিন করে তুলতে পারেন। মেয়েদের এককে শীর্ষ বাছাই ইগা সোয়াটেক প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের। মেয়েদের এককে গতবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন অ্যারিনা সাবালেঙ্কা। এবার তিনি দ্বিতীয় বাছাই হিসেবে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ জার্মানির এলা সেইডেল। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্যে খেলতে নামবেন সাবালেঙ্কা। গত বছর ইউএস ওপেনে ফাইনাল খেলেছেন তিনি। তবে হেরে গেছেন কোকো গফের কাছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর