শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাউদির দুরন্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫১ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার টিম সাউদি। গতকাল অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানে জয়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সাউদি। যদিও ম্যাচসেরা হয়েছেন কিউই ব্যাটার ড্যারেল মিচেল। টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক গড়া সাউদির বর্তমান উইকেট ১১৮ ম্যাচে ১৫১টি। দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান, ১১৭ ম্যাচে উইকেট ১৪০টি এবং আফগানিস্তানের রশিদ খানের উইকেট ৮২ ম্যাচে ১৩০টি।

অকল্যান্ডে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল শুরুতে ব্যাট করে স্বাগতিক নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ও ম্যাচসেরা ড্যারেল মিচেলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৮ উইকেটে ২২৬ রান। অধিনায়ক উইলিয়ামসন ৪২ বলে ৯ চারে ৫৭ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ৩৪ রান করেন ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায়। মিচেল ৬১ রানের বিধ্বংসী ইনিংসটি খেলেন মাত্র ২৭ বলে ৪ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান করলে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২২৬ রান। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন অভিষিক্ত আব্বাস আফ্রিদি ও শাহিন আফ্রিদি। এ ছাড়া ২ উইকেট নেন হারিস রউফ। ২২৭ রানের টার্গেটে সাউদির বিধ্বংসী বোলিংয়ে ১৮ ওভারে ১৮০ রানে অলআউট হয় পাকিস্তান। সাবেক অধিনায়ক বাবর আজম ৫৭ রান করেন ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায়।এ ছাড়া সাইম আইয়ুব ৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭, মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫, ইফতেখার আহমেদ ১৭ বলে ২৪ রান করেন। কিউই বোলারদের সাঁড়াশি আক্রমণে পাকিস্তান শেষ ৪ উইকেট হারায় মাত্র ৭ রানের ব্যবধানে ১০ বলের মধ্যে। দুই দলের দ্বিতীয় টি-২০ আগামীকাল।                 

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ২২৬/৮, ২০ ওভার (ফিন অ্যালেন ৩৪, ডেভন কনওয়ে ০, কেন উইলিয়ামসন ৫৭, ড্যারেল মিচেল ৬১, গ্লেন ফিলিপস ১৯, চ্যাপম্যান ২৬, মিলনে ১০, সাউদি ৬*। শাহিন আফ্রিদি ৪-০-৪৬-৩, রউফ ৪-০-৩৪-২, আমের জামাল ৪-০-৫৫-০, আব্বাস ৪-০-৩৪-৩, উসামা ৪-০-৫১-০)।

পাকিস্তান : ১৮০/১০, ১৮ ওভার (সাইম ২৭, মোহাম্মদ রিজওয়ান ২৫, বাবর আজম ৫৭, ফখর ১৫, ইফতিখার ২৪, আজম ১০, জামাল ১৪*। টিম সাউদি ৪-০-২৫-৪, ম্যাট হেনরি ৩-০-২৯-০, মিলনে ৪-০-৫০-২, ইশ সোধি ৩-০-৩৩-১, সিয়ার্স ৪-০-৪২-২)।

ফল : নিউজিল্যান্ড ৪৬ রানে জয়ী

ম্যাচসেরা : ড্যারেল মিচেল

সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড

 

সর্বশেষ খবর