শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লা খুলনা অনুশীলনে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নও দলটি। এবার পঞ্চমবারের মতো শিরোপা জয়ের টার্গেটে খেলবে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, মোহাম্মদ রিজওয়ানদের কুমিল্লা। দলটি আজ অনুশীলন শুরু করবে। অনুশীলন করবে রূপগঞ্জে সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমি মাসকো ক্রিকেট একাডেমিতে। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মাসকো ক্রিকেট একাডেমির কোচও। বর্তমান চ্যাম্পিয়নরা বিপিএলের দশম আসর শুরু করবে ১৯ জানুয়ারি। প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। একই দিন অনুশীলন শুরু করবে খুলনা টাইগার্স। তালহা জুবায়ের দলটির কোচ।জাতীয় দলের সাবেক পেসার এই প্রথম বিপিএলে কোনো দলকে কোচিং করাচ্ছেন। খুলনা কোচিং করবে বিকেএসপিতে। গতকাল দলটি বিকেএসপিতে  গেছে। খুলনা টাইগার্সের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল অনুশীলন শুরু করবে দুর্দান্ত ঢাকা। খালেদ মাহমুদের ঢাকা অনুশীলন করবে মিরপুর একাডেমি মাঠে। বিপিএলের প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। দলটি অনুশীলন করে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে। ২০ জানুয়ারি রংপুরের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

সর্বশেষ খবর