রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ খেলার প্রত্যাশা ইবাদতের

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ খেলার প্রত্যাশা ইবাদতের

২০২৩ সালের বিশ্বকাপে ডানহাতি ফাস্ট বোলার ইবাদত হোসেনকে মিস করেছেন, দ্ব্যর্থকণ্ঠেই জানিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুধু বিশ্বকাপ নয়, এশিয়া কাপও খেলতে পারেননি ডানহাতি ফাস্ট বোলার। ইবাদত হাঁটুর ইনজুরিতে পড়েন গত বছরের জুলাইয়ে। এরপর রিহ্যাব শুরু করেন। তাকে এশিয়া কাপের স্কোয়াডে রেখেছিল বিসিবি। শেষ দিকে নাম প্রত্যাহার করে নেন। এরপর বিশ্বকাপও খেলা হয়নি। হাঁটুর অস্ত্রোপচার করেন লন্ডনে। এখন রিহ্যাব করছেন। জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যস্ত বিপিএলের প্রস্তুতি নিয়ে, তখন ইবাদত ব্যস্ত নিজেকে ফিট করতে। তিনি একা অনুশীলন করছেন মিরপুর একাডেমি মাঠে। অনুশীলনের ফাঁকে তিনি জানিয়েছেন আগামী জুনে টি-২০ বিশ্বকাপ খেলতে চান, ‘আমি আশা করছি টি-২০ বিশ্বকাপের আগেই ফিরব, ইনশাআল্লাহ।’ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। কয়েকদিন আগে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল, ইবাদত টি-২০ বিশ্বকাপের আগে শতভাগ ফিট হতে পারবেন না। তাই বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই ডানহাতি পেসারের।

২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন ইবাদত হোসেন। ধীরে ধীরে দলের মূল স্ট্রাইক ভরসা হয়ে উঠছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে আসেন। এখন মাঠে ফিরতে অনুশীলন করছেন। নিজেকে ফিট করে ফিরতে চাইছেন মাঠে, ‘অনুশীলনটা ভালোই হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে। রিহ্যাবটা খুব ভালো করছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।’ ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে কোনো তাড়াহুড়ো করছেন না এই পেসার, ‘আমিও তাড়াহুড়ো করছি না। আমি যে প্রসেস ফলো করছি, সেই প্রসেসে খুব ভালোভাবে এগোচ্ছি। তিন দিন আগে আমার দুই পায়ের মাপ নেওয়া হয়েছে, মাসলের। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এজন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’

সর্বশেষ খবর