রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জিতেই তিনে পুলিশ এফসি

ক্রীড়া প্রতিবেদক

জিতেই তিনে পুলিশ এফসি

অ্যাডওয়ার্ডের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিচ্ছেন শফিকুল ইসলাম মানিক

একই ঘটনার পুনরাবৃত্তি। গত মৌসুমে পেশাদার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র প্রথম ম্যাচে পুলিশ এফসির কাছে হারে। তাও আবার হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারিনায়। এবারও তাই হলো। এবিজি বসুন্ধরা পেশাদার লিগে প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে ২-১ গোলে হারায় তারা। পরের ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় নিজেদের তৃতীয় ম্যাচেই পুলিশের কাছে হার মানতে হলো শেখ রাসেলকে। এ হারে তিন ম্যাচে তাদের পয়েন্ট চারেই থাকল। অন্যদিকে সমান ম্যাচে পুলিশ ছয় পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠল। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারালেও দ্বিতীয় ম্যাচে শেখ জামালের কাছে হেরে যায় পুলিশ।

শেখ রাসেল জয় পেলে মোহামেডানের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকত। আগের দুই ম্যাচে ছন্দময় খেলা খেললেও গতকাল শুরু থেকেই শেখ রাসেল এলোমেলো ছিল। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ম্যাচ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছিল তৎপর। শেখ রাসেলের রক্ষণভাগের দুর্বলতায় পুলিশ আক্রমণে যায়। তবে ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন সুমন রেজা।

২৬ মিনিটে পুলিশের রক্ষণভাগের ভুলে সুমন ফাঁকা পোস্টেও গোল করতে পারেননি। তার চিপ শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরের মিনিটে শেখ রাসেলের জাপানের কোডাইলিডার গোল করতে পারেননি।

নিশ্চিত গোল থেকে বেঁচে যাওয়ার পর পুলিশ নিজেদের গুছিয়ে নেয়। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে চমৎকার গোল করে পুলিশকে এগিয়ে রাখেন ভেনেজুয়েলার অ্যাডওয়ার্ড এনরিক মোরিও। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক অ্যাডওয়ার্ডের হাতে ম্যাচসেরা পুরস্কার তুলে দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর