রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বছরের প্রথম এল ক্ল্যাসিকো আজ

ক্রীড়া ডেস্ক

বছরের প্রথম এল ক্ল্যাসিকোর লড়াই হতে যাচ্ছে আজ। সৌদি আরবের রিয়াদ শহরের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গত বছরও এই ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। জয় পেয়েছিল বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলে হারিয়েছিল। এবার জিতবে কারা! বর্তমানে রিয়াল মাদ্রিদ বেশ শক্তিশালী। রদ্রিগো, বেলিংহ্যাম, ভিনিসাসরা দুর্দান্ত দল গড়ে তুলেছেন। লা লিগায় তাদেরই আধিপত্য চলছে। অন্যদিকে বার্সেলোনা বেশ দুর্বল। গত অক্টোবরে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে পরাজিত হয়েছে বার্সেলোনা। নু ক্যাম্পে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-১ গোলে। দুই দলের শক্তির মধ্যে পার্থক্য থাকলেও লড়াইটা এল ক্ল্যাসিকো বলেই উত্তেজনা ঠিকই আছে। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ১৪ বার এবং রিয়াল মাদ্রিদ ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে।

সর্বশেষ খবর