সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মন্ত্রী পাপনের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

মন্ত্রী পাপনের অভিষেক

বাংলাদেশের ইতিহাসে নাজমুল হাসান পাপনই প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগে ক্রীড়াঙ্গন পরিচালিত হতো প্রতিমন্ত্রীর মাধ্যমে। নতুন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর গতকাল অভিষেকের দিন পাপন তাঁর মন্ত্রণালয়ে আসেন। বিকালে যান জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি রয়েছেন। এখন দেশের ক্রীড়াঙ্গনে অভিভাবক হওয়ার পর সব খেলার দিকে নজর দিতে হবে তাঁকে। ক্রীড়া পরিষদে বিভিন্ন ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য কর্মকর্তারা নতুন মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পাপন বলেন, ‘আমার জানা মতে দেশে স্টেডিয়ামের সংখ্যা একেবারে কম নয়। কিন্তু মাঠ সমস্যা প্রকট, মাঠ না থাকলে খেলবে কোথায়? তাই আমি মনে করে মাঠই বেশি প্রয়োজন।’ তিনি বলেন, ‘স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত নয়। অনেক স্টেডিয়ামে তালা ঝুলানো থাকে। খেলাধুলার উন্নয়নে মাঠকেই প্রাধান্য দিতে হবে।  আগে দেখতে হবে স্টেডিয়ামের সংখ্যা কত এবং এর মধ্যে সক্রিয় কয়টি। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।’ বর্তমানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অসুস্থ। ক্রীড়া পরিষদে ক্রীড়ামন্ত্রী পাপন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেনের কাছে জানতে চান সালাউদ্দিনের শারীরিক অবস্থা কেমন। ইমরান বলেন, ‘পাপন স্যার সভাপতিকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর