সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

একযুগ দেখা নেই ব্যাডমিন্টন লিগের

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন আছে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হচ্ছে। অথচ আসল কাজ খেলারই খবর নেই। এমন ফেডারেশনের সংখ্যা একেবারে কম নয়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুদান মিলছে ঠিকই। তার পরও বছরের পর বছর লিগ বা টুর্নামেন্টের দেখা মিলছে না। ইনডোরের খেলা ব্যাডমিন্টনের জনপ্রিয়তা একসময় ছিল চোখে পড়ার মতো। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়ামে নিয়মিত লিগ ও জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।

কমিটি গঠন নিয়ে জটিলতায় থাকায় ব্যাডমিন্টন তো প্রায় অচলই ছিল। এখন সচল থাকার কথা। মিলেমিশে ফেডারেশনের নির্বাচিত কমিটি হয়েছে। এদের মধ্যে বেশ কজন তারকা খেলোয়াড়ও আছেন। যার অন্যতম কামরুন নাহার ডানা ও জোবায়েদুর রহমান রানা। ব্যাডমিন্টনে সুনাম অর্জন করেই তাঁরা জাতীয় পুরস্কার পেয়েছেন। কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই, ব্যাডমিন্টন এগিয়ে নিতে মিলেমিশে কমিটি গঠিত হয়েছে। এর পরও ফেডারেশন নিষ্ক্রিয় কেন? নতুন কমিটি হওয়ার পর ফ্লোর যে পুরোপুরি ফাঁকা পড়ে আছে তা বলাটা অবশ্য ঠিক হবে না। কেননা দায়িত্ব নিয়ে এ কমিটি জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।

লিগ নিয়েই যত সব কথা। সেই ২০১২ সালে শেষবারের মতো প্রথম বিভাগ লিগ হয়েছিল। এরপর এক যুগ ধরে দেখা নেই। এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা লিগ শুরুর ব্যাপারে ঠিকই তৎপরতা চালিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে লিগ না হওয়ায় কিছু সমস্যা হচ্ছে স্বীকার করতেই হবে। এ মাসেই ফেডারেশনের নির্বাহী কমিটির সভা হবে। সেখানে দ্বিতীয় বিভাগ লিগের তারিখ নির্ধারণ হবে। এর পরই আমরা প্রথম বিভাগের জন্য প্রস্তুত হব।’ দেখেন একটা সমস্যার কথা বলতেই হবে। এখন টপ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড়রা ফেডারেশনের আওতাধীন টুর্নামেন্টে আগ্রহী নয়। সারা বছর আউটডোরে খেলেই তারা নাকি প্রচুর অর্থ উপার্জন করছে।’

সর্বশেষ খবর