সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লন্ডন গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

লন্ডন গেলেন সাকিব

রংপুর রাইডার্সের অনুশীলনে গতকাল সাকিব আল হাসানকে হঠাৎ করে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে। নতুন রূপে তাকে দেখে বিস্মিত হয়েছেন মাঠে উপস্থিত সবাই। হঠাৎ চশমা পরলেন কেন সাকিব? বড় প্রশ্ন। উত্তর হচ্ছে, চোখের সমস্যায় ভুগছেন দেশসেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের এই সমস্যা বিশ্বকাপ ক্রিকেট থেকেই। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গত বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগছেন। বিশ্বকাপে তিনি এ সমস্যা নিয়েই খেলেছেন। ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে ভুগেছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চেন্নাইয়ে চোখের চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। তখন তার চোখে একটি ড্রপ দেওয়া হয়েছিল। যদিও ড্রপটি কাজে লাগেনি সাকিবের চোখের উন্নতিতে। চোখের এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে চশমা পরে গতকাল ব্যাটিং করেছেন তিনি। চশমা পরে আধাঘণ্টা ব্যাটিং করলেও স্বস্তি বোধ করেননি। এ জন্য তিনি ডাক্তারের পরামর্শ নেন। রংপুরের নেটে যখন ব্যাটিং করছিলেন স্পিন অলরাউন্ডার, তখন নেটের পেছনে দাঁড়িয়ে পুরোটা সময় ব্যাটিং পর্যবেক্ষণ করেন বিসিবি চিকিৎসক ডা. মঞ্জুর হোসেন চৌধুরী। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিকালে আরও এক ডাক্তারের পরামর্শ নেন সাকিব। গতকাল রাতে চোখের চিকিৎসার জন্য লন্ডন গেছেন। সাকিব দেশের বাইরে গেলেও প্রথম ম্যাচে দেখা যাবে বলেন রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম, ‘তার জন্য অপশন উন্মুক্ত। যদি সে মনে করে দেশের বাইরে চিকিৎসা করবেন। তাহলে যাবেন। আর যদি ডাক্তারের পরামর্শ থাকে খেলতে, তাহলে সে যাবে না। আমরা আশা করছি সে প্রথম ম্যাচ থেকেই খেলবে।’ রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি। প্রতিপক্ষ ফরচুন বরিশাল। বিশ্বকাপ শেষে সাকিব মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখান। সেখানে তাকে বলা হয়েছিল, স্ট্রেস থেকে চোখের এমন সমস্যার সৃষ্টি হয়েছে। দেশে ফিরেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। নির্বাচনের পরের দিন ৮ জানুয়ারি থেকে পুনরায় অনুশীলন শুরু করেন। কিন্তু চোখের সমস্যা দূরীভূত হয়নি।        

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর