মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রিমিয়ার হকি লিগ কি মাঠে গড়াচ্ছে!

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়ামন্ত্রী হিসেবে নাজমুল হাসান পাপনের অভিষেকের দিনেই অনিশ্চয়তায় থাকা প্রিমিয়ার হকি লিগের দল বদলের তারিখ ঘোষণা হলো। কেউ কেউ একে আশ্চর্য ঘটনা বলেই মন্তব্য করেছেন। যে প্রিমিয়ার লিগ ঘিরে নির্বাহী কর্মকর্তাদের মাথাব্যথা ছিল না, সেখানে কি না নতুন মন্ত্রী অভিষেকের দিনই হকির লিগ কমিটি বৈঠক করল? একি নতুন মন্ত্রীকে দেখানো হলো ফেডারেশন কতটা তৎপর। এ ব্যাপারে লিগ কমিটির সেক্রেটারি খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘কেউ কেউ এখন নানা মন্তব্য করে পরিবেশ ঘোলাটে করতে চাইবেন। বাস্তবতা হচ্ছে আমরা প্রিমিয়ার লিগ বা অন্য টুর্নামেন্টকে গুরুত্বসহকারে দেখছি। বিভিন্ন কারণে ঘরোয়া আসর মাঠে নামানো যাচ্ছিল না। তা ছাড়া রবিবার লিগ কমিটির যে সভা হয়েছে তা আগেই শিডিউল ছিল। জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা করা সম্ভব হয়নি। রবিবার তা আমরা করেছি অধিকাংশ ক্লাব প্রতিনিধির উপস্থিতিতে, এখানে অন্য কিছু ভাবা হাস্যকর।’

লিগ কমিটির সেক্রেটারি মুন্না বলেন, ‘মোহামেডান, আবাহনী, মেরিনার্স ঊষাসহ সব ক্লাবই লিগ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। বলতে পারেন প্রিমিয়ার লিগ গড়ানোটা এখন সময়ের ব্যাপার।’ লিগ কমিটির কর্মসূচি অনুযায়ী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দল বদল চলবে। ২০ ফেব্রুয়ারি থেকে বিজয় দিবস দিয়ে হকির ঘরোয়া আসর শুরু হবে। এরপর ক্লাব কাপ তারপর বহু প্রতিক্ষিত প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। লিগ কমিটির এমন ঘোষণায় খেলোয়াড়রা খুশি। তাদের কথা, যাক শেষ পর্যন্ত লিগ তাহলে হচ্ছে।

 

সর্বশেষ খবর