শিরোনাম
মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভিনিসাসের হ্যাটট্রিক

বার্সাকে উড়িয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

বার্সাকে উড়িয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপারকাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার গভীর রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসাস জুনিয়র হ্যাটট্রিক করেছেন। তিনি ম্যাচের ৭, ১০ ও ৩৯ মিনিটে গোল করেন। এ ছাড়া রিয়াল মাদ্রিদের পক্ষে ১টি গোল করেন রদ্রিগো। বার্সেলোনার পক্ষে ম্যাচের ৩৩ মিনিটে ১টি গোল করেন রবার্ট লেবানডস্কি। স্প্যানিশ সুপার কাপে ১৩তম ট্রফি জয় করল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা এ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর স্প্যানিশ সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। ফাইনাল কাতালানরা জিতেছিল ৩-১ ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপারকাপ জিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জিনেদিন জিদানের সমান্তরালে পৌঁছালেন। দুজনই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১১টি করে ট্রফি জয় করেছেন। রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ ১৪টি ট্রফি জয় করেছেন মিগুয়েল মুনোজ। তিনি রিয়ালের কোচ ছিলেন ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। নয়টি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছেন মিগুয়েল। দুই মেয়াদে ১১টি ট্রফি জয় করেছেন কার্লো আনচেলত্তি। এবার তিনি ১২ নম্বর ট্রফি জয় করতে চান। আনচেলত্তি বলেছেন, ‘আমি অনেক আনন্দিত। এবার আমাদের ১২ নম্বর ট্রফির জন্য লড়াইয়ে নামতে হবে।’ এদিকে বার্সা কোচ জাভি হার্নান্দেজ চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হেরে বেশ হতাশ।

 

 

সর্বশেষ খবর