মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

২০০ টাকায় বিপিএলের টিকিট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। কাল থেকেই পাওয়া যাবে ম্যাচের টিকিট। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের এসব টিকিট কেনা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের টিকিট বুথ থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে। এ ছাড়া ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন টিকিট কেনা যাবে। বিপিএলে টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের (২৫০০)। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০, ক্লাব হাউস ৮০০ এবং নর্থ ও সাউথ স্ট্যান্ড টিকিট ৪০০ টাকায় পাওয়া যাবে।

এবারের বিপিএলে রাউন্ড রবিন পর্ব অনুষ্ঠিত হবে পাঁচটি ধাপে। প্রথম ধাপে ঢাকায় অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। এরপর দ্বিতীয় ধাপে সিলেটে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। তৃতীয় ধাপ ফের ঢাকায়। এবার মিরপুরে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। চতুর্থ ধাপে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। এরপর পঞ্চম ধাপে ঢাকায় অনুষ্ঠিত হবে ২টি ম্যাচ। রাউন্ড রবিন পর্ব শেষ হওয়ার পর চারটি ম্যাচও অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। বিপিএলে এবার সাতটি দল অংশ নিচ্ছে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত ঢাকা, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স লড়াই করবে শিরোপার জন্য।

 

সর্বশেষ খবর