মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ

মোহামেডান-আবাহনী মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনী এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ ফুটবলে মিশন শুরু করছে আজ। বসুন্ধরা কিংস অ্যারিনায় গ্রুপ ‘বি’ ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে একই গ্রুপে ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। দুটো ম্যাচই বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। ১৯৮০ সালে ফেডারেশন কাপের যাত্রা। এ টুর্নামেন্ট দিয়ে ফুটবল মৌসুম শুরু হলেও গত বছর থেকে পেশাদার লিগের বিরতিতে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হচ্ছে। গত আসরে ফাইনালে আবাহনীকে হারিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দুই দলই একই গ্রুপে পড়েছে। ১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে মৌসুমের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। ফেডারেশন কাপে সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী।

মোহামেডান দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন হলেও তাদের এক রেকর্ড এখনো অক্ষুণ্ন রয়েছে। আসরের শুরু থেকেই ঐতিহ্যবাহী ক্লাবটি টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে অবশ্য ১৯৮০ ও ১৯৮২ সালে যুগ্মচ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ খবর