বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কিলিয়ান এমবাপ্পে

ভোট দিলেন মেসিকে

 ভোট দিলেন মেসিকে

লিওনেল মেসির সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে অনেক আলোচনাই হয়। মেসিকে অসম্মান করায় এমবাপ্পের ওপর খেপেছিলেন অনেক ফুটবল গ্রেট। তবে মাঠের দ্বন্দ্বটা মাঠেই রাখলেন এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্টের লড়াইয়ে ১ নম্বর ভোটটা মেসিকেই দিয়েছেন এমবাপ্পে। তার ২ ও ৩ নম্বর ভোট পেয়েছেন যথাক্রমে আরলিং হলান্ড ও কেভিন ডি ব্রুইন। অধিনায়করা নিজেকে ভোট দিতে পারেন না। এমবাপ্পের ভোট পাওয়ায় সুবিধাই হয়েছে মেসির। আরলিং হলান্ডের সমান ৪৮ পয়েন্ট পান মেসি। এরপর ফিফার আইন অনুযায়ী সেরাও হন।

সর্বশেষ খবর