বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বসুন্ধরা কিংস’ মিডিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ‘টিম বাংলাদেশ প্রতিদিন’। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় দীপ্ত টিভিকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে তারা। আজ কোয়ার্টার ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিদিন। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ প্রতিদিন। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৯ রানে থামে দীপ্ত টিভির ইনিংস। সর্বোচ্চ ৩২ রান ও এক উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মামুন অর রশিদ।

সর্বশেষ খবর