বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাত দলের চ্যালেঞ্জ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক

সাত দলের চ্যালেঞ্জ শুরু কাল

ঘরোয়া ক্রিকেট খেলছেন। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। মাশরাফি বিন মর্তুজা; বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। চারবারের শিরোপাজয়ী অধিনায়ক এবার খেলছেন সিলেট স্ট্রাইকার্সের পক্ষে। গত আসরে সিলেটের পক্ষে খেলে ফাইনালে নিয়েও শিরোপা জিততে পারেননি। এবার তার খেলা নিয়ে সংশয় ছিল। গতকাল যোগ দিয়েছেন সিলেটের অনুশীলনে। হাফ ছেড়ে বেঁচেছে দলটির টিম ম্যানেজমেন্ট এবং তাকেই নেতৃত্বের চেয়ারে বসিয়েছে। সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনিও মাশরাফির মতো নির্বাচিত সংসদ সদস্য। দুজনেই বিপিএলের দশম আসর খেলবেন। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের পক্ষে। ম্যাচ খেলার ফিটনেসের জন্য অনুশীলনও করছেন টাইগার অধিনায়ক। যদিও চোখের চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে। আজ ফিরবেন এবং ২০ জানুয়ারি দলের প্রথম ম্যাচে খেলবেন সাকিব। এ দুই ক্রিকেটারসহ জাতীয় দলের সব তারকা ক্রিকেটারকে নিয়েই আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর।

শেষ সময়ের প্রস্তুতি চলছে জমাটি ক্রিকেট আসর বিপিএলের। ৭ দলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল) টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামীকাল। ২০ ওভারের টুর্নামেন্টের শিরোপা জিততে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। টুর্নামেন্ট খেলতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বিপিএলের টাইটেল স্পনসর, টিকিটের মূল্য এবং অধিনায়কদের নাম ঘোষণা করেছে। আগামীকাল দুপুর আড়াইটায় বিপিএলের দশম আসর শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা ম্যাচ দিয়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা গ্রান্ড স্ট্যান্ড, ভিআইপি ১৫০০, ক্লাব হাউস ৮০০, উত্তর-দক্ষিণ গ্যালারি ৪০০ টাকা ও পূর্ব গ্যালারি ২০০ টাকা। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ইস্পাহানী গ্রুপ। গতকাল বিপিএলের ট্রফিকে সামনে রেখে অফিশিয়াল ফটোশুট করেছেন সাত দলের অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এবার নেতৃত্ব দেবেন লিটন দাস। তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে ইমরুল কায়েসের পরিবর্তে। নবাগত দল দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। ঢাকা সেনানিবাসে সাত বীর শ্রেষ্ঠের মূর্তির সামনে অধিনায়কদের অফিশিয়াল ফটোশুটে সিলেটের মাশরাফির অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিথুন।

টুর্নামেন্টকে সামনে রেখে রংপুর শক্তিশালী দল গড়েছে। পরশু দলটি দুর্দান্ত ঢাকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। ২০ জানুয়ারি রংপুরের প্রথম ম্যাচ আরেক শিরোপাপ্রত্যাশী দল ফরচুন বরিশালের। এবারের আসরে অংশ নিচ্ছে সাত দল। অবশ্য শিরোপা লড়াইয়ের মূল দাবিদার তিন দল- ২০১৭ সালের চ্যাম্পিয়ন নুরুল হাসান সোহানের রংপুর রইডার্স, লিটন দাসের চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া ফরচুন বরিশাল। এ ছাড়া প্লে অফের চতুর্থ দল হওয়ার লড়াইয়ে থাকবে মোসাদ্দেক সৈকতের নবাগত দুর্দান্ত ঢাকা, মাশরাফির সিলেট স্ট্রাইকার্স, এনামুল বিজয়ের খুলনা টাইগার্স ও শুভাগতের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অধিকাংশই পাকিস্তান ও শ্রীলঙ্কার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আব্বাস আফ্রিদিরা এখন নিউজিল্যান্ড সফর করছেন। সফর শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের ক্রিকেটাররা। এ ছাড়া শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনেকেই ঢাকা এসেছেন। অন্যরা আসছেন। অস্ট্রেলিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে বেন কাটিং গতকাল ঢাকায় পা রাখেন। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দলগুলো অনুশীলন করছে। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা অনুশীলন করছে রূপগঞ্জ মাসকো ক্রিকেট একাডেমিতে। রংপুর নিজস্ব গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, বরিশাল করছে পুবেরগাঁও ক্রিকেট একাডেমিতে। বাকি দলগুলো সময় ভাগ করে অনুশীলন করছে মিরপুর একাডেমি মাঠে।

 

রংপুর রাইডার্স

নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, বাবর আজম, ব্রেন্ডন কিং, পুরান, রনি, আজমতউল্লাহ কামারজাই, হাসারঙ্গা, ফজলে মাহমুদ, শেখ মেহেদি হাসান, মাইকেল রিপ্পন, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি, আশিকুজ্জামান, হাসান মাহমুদ, ইহসানুল্লাহ, রিপন মন্ডল, মাথিসা পাথিরানা ও ইয়াসির মোহাম্মদ। 

 

দুর্দান্ত ঢাকা

নাঈম শেখ, সাইফ হাসান, লাসিদ ক্রুসপুলে, সাইম আইযুব, ইরফান শুক্কুর, সাদিরা সামারবিক্রমা, সাব্বির হোসেন, মেহেরাব হোসেন, জসিমউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, চাতুরাঙ্গা ডি সিলভা, লাহিরু সামারাকুন, গুনাথিলাকা, তাসকিন, শরিফুল, উসমান কাদির, আলাউদ্দিন বাবু ও আরাফাত সানি।      

 

খুলনা টাইগার্স

এনামুল হক বিজয়, মাহামুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, এভিন লুইস, শাই হোপ, আকবর আলি, ধনঞ্জয় ডি সিলভা, নাহিদুল হাসান, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, রুবেল, নাহিদ রানা, সুমন খান, মুকিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসুন রাজিথা ও নাসুম। 

 

সিলেট স্ট্রাইকার্স

নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সালমান হোসেন, ইয়াসির আলি, জাকির হাসান, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, বেন কাটিন, বেন হাওয়েল, দুশান হেমান্তা, মাশরাফি বিন মর্তুজা, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম, রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগ্রাভা, জর্জ স্ক্রিমশ, নাঈম হাসান ও নাজমুল ইসলাম অপু।

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

তানজিদ হাসান, মুহাম্মদ ওয়াসিম, নাজিবুল্লাহ জাদরান ও আবদুল্লাহ শফিক, স্টিফেন এসকানজাই, শুভাগত হোম, জিয়াউর রহমান, শাহাদাত হোসেন দীপু, সৈকত আলি ও কার্টিস ক্যাম্ফার, কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, আল আমিন, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, সালাউদ্দিন শাকিল, মোহাম্মদ হাসনাইন ও বিলাল খান। 

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লিটন, জনসন চার্লস, ইফতেখার, ইমরুল, জাকের আলি, খুশদিল শাহ, মাহিদুল, রিজওয়াান, তৌহিদ হৃদয়, মঈন আলি, রাহকিম কর্ণওয়াল, সুনীল নারিন, রশিদ খান, আন্দ্রে রাসেল, ম্যাথু ফোর্ড, মৃত্যুঞ্জয়, মুস্তাফিজুর রহমান, নাসিম শাহ, নূর মোহাম্মদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, জামান খান ও মুশফিক হাসান। 

 

ফরচুন বরিশাল

তামিম, মাহমুদুল্লাহ, খালেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, ফখর, মেহেদি, মুশফিক, সৌম্য, ইয়ান্নিক ক্যারিয়াহ, প্রিতম, প্রান্তিক নওরোজ নাবিল, চান্দিমল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, মিলার, মিরাজ, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, সাইফুদ্দিন,  ভেল্লালেগে, নুয়ান থিসারা, তাইজুল, রাব্বি ও রাকিবুল হাসান জুনিয়র।

 

সর্বশেষ খবর