বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশি-বিদেশি মিলেই শক্তিশালী বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। দলটির স্বপ্ন প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়। ফরচুন বরিশাল সর্বশেষ ফাইনাল খেলেছে ২০২২ সালে। আসরের সবচেয়ে ফেভারিট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় ১ রানে। ইমরুলের কুমিল্লার ১৫১ রানের জবাবে ১৫০ রান করেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। সাকিব এবার খেলবেন রংপুর রাইডার্সে। চট্টগ্রামে ছেলে তামিম ইকবাল খেলছেন বরিশালে। দলকে নেতৃত্ব দেবেন তামিম। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সে বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে বরিশাল। দলটি অনুশীলন করছে পুবেরগাঁও ক্রিকেট একাডেমি মাঠে। আজ বিপিএলে দলের টার্গেট নিয়ে কথা বলবেন তামিম। দলটির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। অবশ্য দলটিকে কোচিং করাবেন মিজানুর রহমান বাবুল।        

বিপিএলের প্রথম আসর থেকেই খেলছে বরিশাল। এখন পর্যন্ত বিভাগটির তিনটি দল খেলেছে আসরে। প্রথম খেলেছে বরিশাল বার্নার্স নামে। ২০১২ সালের প্রথম আসরেই ফাইনাল খেলে হেরেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। ২০১৫ সালে বরিশাল বুলস ফাইনালে হেরেছিল কুমিল্লার কাছে। এখন খেলছে ফরচুন বরিশাল। দলটির স্থানীয় তারকা ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম। বিদেশি ক্রিকেটাররা জগৎসেরা। বিদেশি ক্রিকেটাররা হচ্ছেন- ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, ওয়েল্লেগে দুনিথ নেথমিকা, ইয়ান্নিক ক্যারিয়াহ, দিনেশ চান্দিমল, মোহাম্মদ ইমরান, ডভিড মিলার ও নুয়ান থিসারা। বিদেশি ক্রিকেটাররা সবাই টি-২০ ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটার। পাকিস্তানের ফখর জামান ও বর্ষীয়ান শোয়েব মালিক ম্যাচ উইনার। আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান অ্যাটাকিং ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার বলা হয় ‘দ্য কিলার’। মিডল অর্ডারে একাই প্রতিপক্ষকে বিধ্বস্ত করার ক্ষমতা রাখেন মিলার। স্থানীয়দের মধ্যে সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিমরাই ভরসা। সাইফুদ্দিনের নাম থাকলেও না খেলার সম্ভাবনা রয়েছে।

 

সর্বশেষ খবর