শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকার সামনে চ্যাম্পিয়ন কুমিল্লা

বিপিএল লড়াই শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকার সামনে চ্যাম্পিয়ন কুমিল্লা

দুর্দান্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকতের সামনে লিটন কুমার দাস! দুই সফল দলের লড়াই দিয়েই আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর।

আগের নয় আসরে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়ান্স, ঢাকা শিরোপা জিতেছে তিনবার। বিপিএলের শুরুর দিকে ছিল ঢাকার দাপট, আর সবশেষ আসরগুলোয় ভিক্টোরিয়ান্স দেখিয়েছে চমক। মোহাম্মদ সালাউদ্দীনের ক্যারিশমাটিক কোচিংয়ে শেষ চার আসরে তিনবারই চ্যাম্পিয়ন কুমিল্লা। পঞ্চম শিরোপার খোঁজে মাঠে নামছে দলটি।

দুর্দান্ত ঢাকার টার্গেট আপাতত শেষ চার নিশ্চিত করা। বিপিএলের প্রতিটি আসরে অংশ নিলেও যেন বারবার ঢাকা নতুন দল! কারণ একের পর এক মালিকানা পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে বদলে গেছে নামও। ষষ্ঠবারের মতো পরিবর্তন হয়ে এবার ‘দুর্দান্ত ঢাকা’। নবাগত দলটিতে বড় তারকা নেই বললেই চলে। দেশি-বিদেশি মিলে আলোচিত নাম বাংলাদেশ দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ব্যাটিংয়ে রয়েছেন নাঈম শেখ, সাইফ হাসান, লঙ্কান তারকা সামারাবিক্রমা। ঢাকার দল দেখে মনে হতে পারে, ‘অংশগ্রহণই বড় কথা’- এ নীতি অনুসরণ করছে।

তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারকায় ঠাসা। লিটন দাসের নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ এক দল। যেমন ব্যাটিং তেমন বোলিং ইউনিট। এ দলের লিস্টে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলির মতো তারকা অলরাউন্ডারের নামও আছে। দলে রয়েছেন আফগান তারকা রশিদ খানও। তবে ভিক্টোরিয়ান্সের বড় শক্তি স্থানীয় তারকারা। লিটন ছাড়াও জাতীয় দলের দুই তারকা মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয় রয়েছেন। স্পিনে দলটির বড় ভরসা তানভীর ইসলামের ওপর। সবশেষ আসরে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছিলেন এই তারকা বোলার। এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গঠন করেছে ভিক্টোরিয়ান্স। কাগজে কলমে ঢাকার চেয়ে অনেক এগিয়ে কুমিল্লা। তার পরও টি-২০ ম্যাচ নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। অনেক সময় একজন খেলোয়াড়ই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। এখন দেখার বিষয়, তারকায় ভরপুর চ্যাম্পিয়ন কুমিল্লার বিরুদ্ধে ‘দুর্বল’ দল নিয়ে ঢাকা লড়াই কতটা জমিয়ে তুলতে পারে!

সর্বশেষ খবর