শিরোনাম
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-শেখ জামাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস-শেখ জামাল মুখোমুখি

হোম ভেন্যু কিংস অ্যারিনায় টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টানা তিন ম্যাচেই জয় পেয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে। হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী ও ফটিস এফসিকে। অবশ্য চট্টগ্রাম আবাহনীর ম্যাচ মুন্সীগঞ্জে হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প থাকায় শিডিউল পরিবর্তন করে কিংস অ্যারিনায় আনা হয়। সে ক্ষেত্রে এবিজি পেশাদার ফুটবল লিগে আজই প্রথম কিংস ঘরের বাইরে খেলবে। অ্যাওয়ে ম্যাচে রবসনদের প্রতিপক্ষ তিনবারের সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা পৌনে ৩টায়। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জামালের অবস্থান ৬-এ। লিগে তাদের যাত্রা হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-২ গোলে হেরে। পরের ম্যাচে পুলিশের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও তৃতীয় ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখেছে ঢাকা আবাহনীর কাছে ০-১ গোলে হেরে। বসুন্ধরা টানা তিন ম্যাচে সহজ জয় পেয়েছে দুর্বল দলগুলোকে হারিয়ে। তবে শেখ জামাল দুই ম্যাচ হারলেও এবার শক্তিশালী দল গড়েছে। সত্যি বলতে কি, আজ জেতার সামর্থ্যও রাখে। তাই অস্কারের শিষ্যদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে সেরাটাই দিতে হবে।

সর্বশেষ খবর