শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শরিফুলের হ্যাটট্রিক

দুর্দান্ত ঢাকার জয়

ক্রীড়া প্রতিবেদক

শরিফুলের হ্যাটট্রিক

দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের উদ্বোধন হয়েছে রংবেরঙের বেলুন ও কবুতর উড়িয়ে। উদ্বোধনী দিনটিকে নিজের করে নিয়েছেন বামহাতি পেসার শরিফুল ইসলাম। দিনটিকে নিজেদের করে নিয়েছে নবাগত দুর্দান্ত ঢাকা। শরিফুলের হ্যাটট্রিক ও মোহাম্মদ নাঈম ইসলামের বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা ৫ উইকেটে হারিয়েছে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। শরিফুল বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন। সব মিলিয়ে বিপিএলে সপ্তম হ্যাটট্রিক। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেন বামহাতি পেসার। শরিফুল হ্যাটট্রিক করেছেন ২০ ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে উইকেট নিয়ে। ম্যাচ শেষে শরিফুলের বোলিং স্পেল ৪-০-২৭-৩। কুমিল্লার ৬ উইকেটে ১৪৩ রান ঢাকা টপকে যায় ৩ বল হাতে রেখে। 

বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানি ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ সামি, ২০১২ সালে। পরের হ্যাটট্রিকগুলো যথাক্রমে- আল আমিন হোসেন, আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

কুমিল্লার ইনিংসে যখন শেষ ওভার করতে আসেন শরিফুল, তখন বর্তমান চ্যাম্পিয়নদের স্কোর ১৯ ওভারে ৩ উইকেটে ১৩১ রান। পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ ব্যাট করছিলেন ব্যক্তিগত ১ রানে। ওভারের প্রথম বলটি শরিফুল নেন ডট। পরের দুই বলে টানা দুই ছক্কা মারেন খুশদিল। মুহূর্তে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৪৩ রান। ওভারের বাকি ৩ বল। তখনই ম্যাজিক দেখান শরিফুল। চতুর্থ বলে থার্ডম্যানে ক্যাচ দেন খুশদিল। ওভারের পঞ্চম বলে ক্যারিবীয় ব্যাটার রোস্টন চেজের ক্যাচ লুফে নেন মোহাম্মদ নাঈম শেখ। ষষ্ঠ  বলটি একটু শর্ট অব লেন্থে করেন। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় বল। বেশ কিছুটা ছুটে গিয়ে ক্যাচ ধরেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর।

দিনের অপর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করে সিলেট ১৭৭ রান করে। জবাবে ৯ বল হাতে রেখে ১৮০ রান করে জয় তুলে নেয় চট্টগ্রাম।

 

বিপিএলে ৭ হ্যাটট্রিক (২০১২-২০২৪)

বোলার                   দল                        রতিপক্ষ               সাল

মোহাম্মদ সামি             দুরন্ত রাজশাহী             ঢাকা গ্ল্যাডিয়েটর্স         ২০১২

আল আমিন হোসেন      বরিশাল বুলস             সিলেট সুপারস্টার্স          ২০১৫

আলিস আল ইসলাম     ঢাকা ডায়নামাইটস         রংপুর রাইডার্স            ২০১৯

ওয়াহাব রিয়াজ           কুমিল্লা ভিক্টোরিয়ান্স     খুলনা টাইটানস             ২০১৯

আন্দ্রে রাসেল              ঢাকা ডায়নামাইটস      চিটাগং ভাইকিং             ২০১৯

মৃত্যুঞ্জয় চৌধুরী           চট্টগ্রাম চ্যালেঞ্জার্স        সিলেট সানরাইজার্স          ২০২২

শরিফুল ইসলাম           দুর্দান্ত ঢাকা কুমিল্লা       ভিক্টোরিয়ান্স               ২০২৪

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর