শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রংপুরের সামনে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

রংপুরের সামনে বরিশাল

চোখের চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন সাকিব আল হাসান। গত পরশু দেশে ফিরেছেন। আজ খেলতে দেখা যাবে তাকে। দেশসেরা ক্রিকেটার সাকিব বিপিএলের চলতি আসরে খেলছেন রংপুর রাইডার্সের পক্ষে। সাকিব থাকার পরও ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। প্রতিপক্ষ বরিশালকে নেতৃত্ব দেবেন টাইগারদের সাবেক অধিনায়ক ইকবাল। দুই দলের লড়াইয়ের আড়ালে ব্যাট ও বলের লড়াই হবে দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের। মাঠে গড়িয়েছে বিপিএল। হার দিয়ে ২০ ওভারের টুর্নামেন্টটি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল দিনের প্রথম ম্যাচে কুমিল্লা হেরেছে আসরের নবাগত দুর্দান্ত ঢাকার কাছে। আজ দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে আসরের অন্যতম দুই ফেবারিট রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

তারকা খ্যাতিতে ফরচুন বরিশাল অন্য সব দল থেকে এগিয়ে। দলটিতে অধিনায়ক তামিম ছাড়াও রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম. সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, রাকিবুল হাসানদের মতো স্থানীয় তারকা ক্রিকেটার। মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, তামিম, মুশফিকরা এক একজন ম্যাচ উইনার। বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ফখর জামান, শোয়েব মালিক, দিনেশ চান্দিমাল, ডেভিড মিলারদের মতো বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তি ছাড়পত্র পাননি ফখর। শুধু ফখর নন, অনাপত্তি ছাড়পত্র পাননি আব্বাস আফ্রিদি, ইফতেখার আহমেদরাও। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানকে দিয়েছে অনাপত্তি ছাড়পত্র। বাবর খেলবেন রংপুরে এবং রিজওয়ান কুমিল্লায়। দুজনই এখন খেলছেন নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুরও শক্তিশালী। সোহান, সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রনি তালুকদার, ফজলে মাহমুদ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনিরা। সবাই টি-২০ ক্রিকেটে পরীক্ষিত ও প্রমাণিত ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় তারকা বাবর আজম। পাকিস্তানের সাবেক অধিনায়ক এখন টি-২০ সিরিজ খেলছেন নিউজিল্যান্ডে। এ ছাড়া ক্যারিবীয় ক্রিকেটার ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ কামারজাই ছাড়াও রয়েছেন পাকিস্তানের বাবর ও ইয়াসির মোহাম্মদ।             

গতকাল আসরের প্রথম ম্যাচ প্রমাণ করেছে হারজিত তারকা ক্রিকেটারদের ওপর নির্ভর করে না। পারফরম্যান্সের ওপর পুরোপুরি নির্ভরশীল।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর