রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হারে শুরু যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে অনূর্ধŸ-১৯ যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। গতকাল গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আসরের সবচেয়ে সফল ও শক্তিশালী দল ভারতের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মাহফুজুর রহমান, আশিকুর রহমানরা। হেরে যায় ৮৪ রানে। আগামীকাল আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগার যুবারা।

ব্লোমফন্টেইনের উইকেটে হালকা বাউন্স ছিল। সেই বাউন্সকে কাজে লাগাতে টস জিতে প্রতিপক্ষ ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭.২ ওভারে ৩১ রানে ২ উইকেট তুলে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন মারুফ মৃধা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে আদার্শ সিং ও অধিনায়ক উদয় শরণ ২৩.৫ ওভারে ১১৬ রান যোগ করে বিপর্যয় রোধ করেন। আদার্শ সর্বোচ্চ ৭৬ রান করেন ৯৬ বলে ৬ চারে। শরণ ৬৪ রান করেন ৯৪ বলে ৪ চারে। দুজনের হাফসেঞ্চুরিতে ভারত অনূর্ধ্ব-১৯ সংগ্রহ করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। টাইগার যুবা বাঁ হাতি পেসার মারুফ মৃধা ৮ ওভারের স্পেলে ৪৩ রানের খরচে নেন ৫ উইকেট। টার্গেটে ২৫২। যুব এশিয়া কাপে এর চেয়ে বেশি রান করেছিল বাংলাদেশ। গতকাল জয়ের টার্গেটে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগার যুবারা। পঞ্চম উইকেট জুটিতে আরিফুল ইসলাম ও মোহাাম্মদ শিহাব জেমস ৭৭ রান যোগ করেন। জেমস সর্বোচ্চ ৫৪ রান করেন ৭৭ বলে ৭ চারে। আরিফ ৪১ রান করেন ৭১ বলে ৩ চারে।  শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় যুবারা।           

সর্বশেষ খবর